অন্ধকার সমাজ - Dealika

লেখা জমা দাও

test banner

Breaking

Saturday, August 31, 2019

অন্ধকার সমাজ

মোঃ কামরুল হাসান সুমন

গগন মাঝে তিমির ঢাকা,
চলছে সমাজ আঁকা বাঁকা।
মানুষ আজ আর নেইকো মানুষ
বিত্তের খোঁজে হচ্ছে বহুঁশ।
ধর্ম কর্ম ভুলে সব আজ,
করতে আছে যত কু কাজ।
আমার বাংলার সোনার মাটি,
হচ্ছে আজ মরন ঘাঁটি।
সমাজের আজ সকল কোণে,
অন্ধকারে জাল বুনে।



1 comment: