স্মৃতিময় ভাবনা- কবিতা - Dealika

লেখা জমা দাও

jaharaISC_PNJmini7

Wednesday, July 10, 2019

স্মৃতিময় ভাবনা- কবিতা

-ইকবাল হোসেন

মনে পরে সেই ছোট্ট বেলার কথা-
ভোর সকালে উঠতে হতো,
মক্তবেতে যেতেই হতো,
বাধ্য করতো পিতা।

মনে পরে সেই ছোট্ট বেলার কথা-
বেলা হলে যেতাম স্কুলে,
মার খেতাম পড়া ভুলে,
থাকুক যত ব্যাথা।

সেই ছোট্ট বেলার কথা মনে পরে-
খুব করে খুব বৃষ্টি হলে,
নাচতাম সেই ঠান্ডা জলে,
ধুকতাম পরে জ্বরে।

সেই ছোট্ট বেলার কথা মনে পরে-
কাশবনেতে লুকিয়ে গিয়ে,
দুরন্ত দিন গড়িয়ে দিয়ে,
মার খেতাম ফিরে ঘরে।

সেই দুরন্ত দিন পার হয়েছে বেশ-
সাদা হচ্ছে মাথার কালো কেশ,
সুর্য আজি নামছে যেনো পাটে,
নাও ভিড়েছে মরন নদীর ঘাটে।

Maliya
ফটো ক্রেডিট- মালিয়া

No comments:

Post a Comment