আমার সংকল্প
ইকবাল হোসেন
অন্যের কিছু না কয়ে নিলে চুরি বলে তাকে,
এমন চুরি সকাল-সন্ধ্যা অনেকেই করে থাকে।
কিছু চুরি পুকুর চুরি কিছু আবার তুচ্ছ,
তুচ্ছ বলে তুমি তাকে জায়েজ করে নিচ্ছ।
টাকা চুরি অপরাধ যেমন তেমন চুরি- 'নকল',
পরীক্ষাতে অসদুপায়কে ঘৃনা করে সকল।
চুরি করা খারাপ কাজ আমরা সবাই মানি,
চুরির জন্য দুই দুনিয়ায় হবেই মান হানি।
দেখুক কিংবা নাইবা দেখুক চুরি কিন্তু চুরিই,
দিন শেষে কাঠ গড়াতে দাড়াবে কিন্তু তুমিই।
এসো আজি সংকল্প নেই- "আর কোন চুরি না",
জোহরা'র শিক্ষার্থীরা কখনো চুরি করে না।
No comments:
Post a Comment