আল্লাহর গুনগান - Dealika

লেখা জমা দাও

jaharaISC_PNJmini7

Wednesday, July 24, 2019

আল্লাহর গুনগান

মোঃ ফেরদৌস ওয়াহিদ
৬ষ্ঠ শ্রেণি, রোল নং- ২

আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা,
সর্ব শক্তিমান,
তাঁর আছে অনেক বেশি,
অফুরন্ত জ্ঞান।
তিনি আমাদের একমাত্র সত্বা,
তিনি আমাদের পালনকর্তা।
আমরা আল্লাহকে ভালোবাসি,
আমরা তাঁর দাস-দাসী।
তিনি আমাদের দান করেন
আলো-বাতাস-পানি,
তিনি আমাদের দয়ার সাগর,
আমরা সবাই জানি।
তিনি আমাদের দান করেছেন
সুন্দর এই পৃথিবী,
তিনি আমাদের একমাত্র
অন্তরযামী।
আমরা পবিত্র কুরআন
পাঠ করবো,
সর্বদা আল্লাহর গুনগান
গাইবো।
---

%25E0%25A7%25A8+%25E0%25A6%25AB%25E0%25A7%2587%25E0%25A6%25B0%25E0%25A6%25A6%25E0%25A7%258C%25E0%25A6%25B8